Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২২

চলমান প্রকল্প

প্রকল্পের নাম কেজিডিসিএল এর আবাসিক গ্রাহকগণের জন্য প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প।
প্রকল্পের উদ্দেশ্য

কেজিডিসিএল অধিভুক্ত চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার  আবাসিক গ্রাহকগণের আঙ্গিনায় ১ লক্ষ Prepaid Meter স্থাপন ও সংশ্লিষ্ট Web System মডিফিকেশন।

প্রকল্প বাস্তবায়ন কাল      ফেব্রুয়ারী ২০২১ হতে জুন ২০২৩

 

প্রকল্পের নাম

ফৌজদারহাট-সীতাকুন্ড- মীরসরাই এলাকার  গ্যাস বিতরণ নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প

প্রকল্পের উদ্দেশ্য

২০" ব্যাসের ১৫০ পিএসআইজি চাপের ৫৭ কি:মি:  গ্যাস বিতরণ লাইন নির্মাণ এবং জিটিসিএল কর্তৃক বাস্তবায়নাধীন ৩৬ ইঞ্চি ব্যাসের ১৮১ কি:মি: দীর্ঘ চট্রগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন  পাইপ-লাইনের শীতলপুর ও মীরসরাই অংশে নির্মিতব্য দুটি টিবিএস এর সাথে প্রয়োজনীয় হুকআপকরণ।

জনকল্যাণে ভূমিকা প্রকল্পটি বাস্তবায়িত হলে ফৌজদারহাট, বাড়বকুন্ড, সীতাকুন্ড ও মীরসরাই এলাকায় বিদ্যমান ও ভবিষ্যত গ্রাহকদের চাহিদামতে ৩৫০ এমএমসিএফডি অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়ন কাল                            জুলাই ২০২১ হতে অক্টোবর ২০২৩